জোর করে মডেলকে বিয়ে করেছেন রাজার ছেলে!

জোর করে মডেলকে বিয়ে করেছেন রাজার ছেলে! ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৩, ১০ জানুয়ারি ২০২৬

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল মানোহারা ওডেলিয়া সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেছেন যে, তাকে বাধ্য করা হয়েছিল মালয়েশিয়ার এক রাজপুত্রকে বিয়ে করতে। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার সময় তার নিজের কোনো মতামত বা পছন্দের বাস্তব সুযোগ ছিল না।

মানোহারা বলেন, পরিস্থিতির চাপের কারণে তাকে ওই সম্পর্কে জড়াতে হয়েছিল। বাইরে থেকে বিষয়টি রাজকীয় বা রূপকথার মতো মনে হলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি আরও জানিয়েছেন, তখন এমন এক অবস্থার মধ্যে ছিলেন যেখানে ‘না’ বলার কোনো কার্যকর সুযোগ ছিল না এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় তার সামনে কোনো বিকল্প অবলম্বনযোগ্য ছিল না।

মডেলটি প্রকাশ করেছেন যে, এই অভিজ্ঞতা তার জীবনে গভীর মানসিক প্রভাব ফেলেছে। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক চাপ ও সীমাবদ্ধতার মধ্যে দিন কাটিয়েছেন। সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, মানোহারা ওডেলিয়ার সঙ্গে ওই রাজপুত্রের বিয়ে নিয়ে শুরু থেকেই নানা অসন্তোষ ও বিতর্ক ছিল। পারিবারিক চাপ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাবের কারণে তিনি এই বিয়েতে সম্মতি দিতে বাধ্য হন।

বিয়ের পর তার ব্যক্তিগত জীবনে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়, যা তার পেশাগত এবং ব্যক্তিগত স্বাধীনতাকে সীমিত করে। তিনি দাবি করেছেন যে, বাইরের জনপ্রিয়তা ও রাজকীয় আড়ম্বরের আড়ালে এই সম্পর্কটি মোটেও স্বাভাবিক ছিল না। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি সাহস সঞ্চয় করে মানোহারা পুরো বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement