আবারও গাজায় হামলা, নিহত ৩ আহত ৭

আবারও গাজায় হামলা, নিহত ৩ আহত ৭ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৬:৩৯, ১১ জানুয়ারি ২০২৬

গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন — চলমান যুদ্ধবিরতির ভঙ্গের মধ্যে শনিবার (১১ জানুয়ারি) রাতে ইতোমধ্যেই নতুন রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, চিকিৎসা সূত্র জানিয়েছেন।

এই হামলাগুলো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হতাশাজনক শান্তিচুক্তির পরিপ্রেক্ষিতে সংঘটিত হলো, যা দমবন্ধ পরিস্থিতিকেই আরও কঠিন করে তুলছে।

স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসা সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলার লক্ষ্যবদ্ধ এলাকা ছিল দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস, গাজা সিটি দক্ষিণ-পূর্বের জেইতুন আশপাশ এবং অন্যান্য বিভিন্ন পাড়ায়।

এক ধারায়, গাজায় মোতায়েন একটি ইসরায়েলি কোয়াডকপ্টার খান ইউনিসে হাসপাতালে নেওয়া হচ্ছিল এমন এক প্যালেস্টিনি পুরুষকে লক্ষ্য করে আক্রমণ চালায়, যাকে হাসপাতালে নেওয়ার সময়ই হত্যা করা হয়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, জেইতুনের পূর্বদিকে ইসরায়েলি সামরিক গুলিতে দুইজন নিহত হয়েছে। একইসঙ্গে টুফ্ফাহ ও জেইতুন অঞ্চলে আর্টিলারি শেলিং এবং সামরিক যান থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছে, যা গাজা সিটির শান্তিচুক্তির লাইনেও অতিক্রম করেছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি বিমানবাহিনীর বোমাবর্ষণে গাজার মধ্যাঞ্চলীয় বুআরেইজ শরণার্থী শিবির, উত্তরের জাবালিয়া ও বেইত লাহিয়া ক্ষেত্রেও আঘাত হানা হয়। ইসরায়েলি যুদ্ধজাহাজগুলো উত্তর উপকূলীয় এলাকায় গোলাবর্ষণ চালিয়েছে—এইসব হামলার ফলে বহু বাড়িঘর ধ্বংসের পাশাপাশি বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনা ঘটছে।

অন্যদিকে গাজার স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যুরো বলছে, শান্তিচুক্তির পরও প্রায় দিনই ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তি কার্যত অকার্যকর করে তুলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিকট থেকেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ এটি সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর অহেতুক সহিংসতা বাড়াচ্ছে।

এই অবস্থায়, গাজার শিশু, নারী ও বয়স্করা আশ্রয়হীন ও বিপন্ন পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছেন। ইতোমধ্যেই সহিংসতার ভেতর পড়া গাজা অঞ্চলে সহায়তা পৌঁছানোও চুক্তির ধারাবাহিক বাধা ও সীমাবদ্ধতার কারণে কঠিন হয়ে উঠেছে।

এ ঘটনায় শান্তিচুক্তি ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের প্রশ্ন আরও জোরালোভাবে উঠে এসেছে এবং এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ বৃদ্ধি পাচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement