মাচাদোর সাথে নোবেল ভাগাভাগি করতে পারবেন না ট্রাম্প
Published : ১৪:২২, ১১ জানুয়ারি ২০২৬
নোবেল শান্তি পুরস্কার কখনোই হস্তান্তর, ভাগাভাগি কিংবা প্রত্যাহার করা যায় না, এ কথা স্পষ্ট করে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি তাঁর ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারেন এই মন্তব্যের প্রেক্ষিতেই ইনস্টিটিউটটি তাদের অবস্থান পরিষ্কার করল।
এক বিবৃতিতে নোবেল ইনস্টিটিউট জানায়, নোবেল ফাউন্ডেশনের বিধি অনুযায়ী একবার কোনো নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা চূড়ান্ত ও স্থায়ী বলে গণ্য হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলেরও কোনো সুযোগ নেই। একই সঙ্গে তারা উল্লেখ করে, পুরস্কারপ্রাপ্তদের পরবর্তী বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে নোবেল কমিটি কোনো মন্তব্য করে না।
শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউটের যৌথ বিবৃতিতে বলা হয়, “একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে সেটি আর কখনোই বাতিল, ভাগাভাগি বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী।”
এর আগে সোমবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে মারিয়া কোরিনা মাচাদো বলেন, যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনায় ভেনেজুয়েলার জনগণের কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে তিনি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে পারেন।
সাক্ষাৎকারে হ্যানিটি তাকে জিজ্ঞেস করেন, তিনি কি সত্যিই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছেন? জবাবে মাচাদো বলেন, “এখনো তা বাস্তবে ঘটেনি।”
নোবেল ইনস্টিটিউটের সর্বশেষ ব্যাখ্যার পর স্পষ্ট হলো, এই ধরনের কোনো প্রস্তাব বা ইচ্ছা বাস্তবায়নের আইনগত সুযোগ নেই।
বিডি/এএন































