গোপালগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচী
Published : ১৫:১৪, ১৬ আগস্ট ২০২৪
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে গোপালগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় ঢাকা-খুলনা মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নিয়ে এ কর্মসূচী শুরু করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদস্য সচিব মাহমুদুল হামান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ মো. আব্দুল্লাহ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, বিএনপি নেতা এস এম মাহামুদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য আমরা দ্রুত শেখ হাসিনার বিচারের দাবি জানাই।
বিডি/ও


































