চিকিৎসাবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল বিজয়ী তিন বিজ্ঞানী

Published : ২০:৩৭, ৬ অক্টোবর ২০২৫
২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষক মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। তাঁদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য।
আজ সোমবার (৬ অক্টোবর) সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এই তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিবৃতিতে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানীর গবেষণা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য বোঝার নতুন পথ উন্মোচন করেছে। তাঁদের আবিষ্কার ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দরজা খুলেছে।
নোবেল পুরস্কারের অংশ হিসেবে তিন বিজ্ঞানী প্রত্যেকে পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার) এবং একটি করে স্বর্ণপদক। আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, সুইডেনের রাজা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।
নোবেল কমিটি জানায়, ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ হলো ইমিউন সিস্টেমের এমন একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়া, যা শরীরকে নিজের কোষের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর প্রতিক্রিয়া থেকে বিরত রাখে। যদি এই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে, বিভিন্ন ধরনের অটোইমিউন রোগের সৃষ্টি হয়। তিন বিজ্ঞানীর গবেষণা এই জটিল প্রক্রিয়ার ভেতরের কার্যক্রম স্পষ্ট করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে।
১৯০১ সালে আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। ডিনামাইট আবিষ্কারের মাধ্যমে নামকরা নোবেল তাঁর সম্পদ উৎসর্গ করেছিলেন মানবতার কল্যাণে, বিশেষ করে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি দিতে। পরে অর্থনীতিকে যুক্ত করা হয়, যার অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল প্রদান করা হয় স্টকহোমে, আর শান্তিতে নোবেল প্রদান করা হয় নরওয়ের রাজধানী অসলোতে।
গত বছর, ২০২৪ সালে, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। তাঁরা ‘মাইক্রোআরএনএ’ আবিষ্কারের মাধ্যমে বহুকোষী প্রাণীর কোষের জীবনচক্র ও বিশেষায়ন ব্যাখ্যা করেছিলেন।
প্রতিবছরের নোবেল ঘোষণা চিকিৎসাবিজ্ঞানে নতুন জয়ীদের পরিচয় দেয় এবং বছরের পরিসরে নোবেল পুরস্কারের অনুষ্ঠান শুরু করে। এক শতাব্দীরও বেশি সময় ধরে নোবেল পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর মধ্যে গণ্য হয়ে আসছে। ১০ ডিসেম্বর আয়োজিত রাজকীয় অনুষ্ঠানে পুরস্কার প্রদান ও নৈশভোজের মাধ্যমে এই ঐতিহাসিক আয়োজন শেষ হয়।
বিডি/এএন