খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪২, ২ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান দেশের তিন বাহিনীর প্রধান।

প্রথমে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কিছুক্ষণ অবস্থানের পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে আসেন এবং কয়েক মিনিট পর বের হয়ে যান। সর্বশেষ বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে উপস্থিত হন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের পরে বাসায় ফেরার পর অসুস্থতা বেড়ে যায় এবং শ্বাসকষ্ট তীব্র হয়। এ অবস্থায় ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতা লক্ষ্য করেছেন।

গত সোমবার (১ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, খালেদা জিয়ার অবস্থার গুরুত্ব বোঝাতে ICU থেকে ভেন্টিলেশন পর্যায় পর্যন্ত চিকিৎসা চলেছে। তিনি বলেন, "ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই; এই মুহূর্তে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল।"

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement