দিনাজপুরে এসডিএফ’র স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
Published : ২০:১৮, ২ ডিসেম্বর ২০২৫
গণপ্রজাতস্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দিনাজপুর জেলা অফিস বাস্তবায়িত রেজিলিয়েন্স,
এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আয়োজনে বিরল উপজেলা পরিষদ হলরুমে সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে লাইভলীহুড বিষয়ক এক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় এসডিএফ দিনাজপুর জেলা ব্যবস্থাপকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টেকহোন্ডার কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা হক আঁখি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জীময় সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজার রহমান চৌধুরী, এসডিএফ দিনাজপুর জেলা কর্মকর্তা আল আমিন মিয়া, মাহমুদ উল ইসলাম, মাহাবুবউল ফেরদৌস প্রমুখ।
এছাড়াও ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন গ্রাম সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ এসডিএফ বাস্তবায়িত আরইএলআই প্রকল্পের কাজের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিডি/এএন






























