সোনার দাম কমলো, নতুন ভরি মূল্য ঘোষণা
Published : ২১:৫৪, ২ ডিসেম্বর ২০২৫
টানা দুই দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ১,০৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাজুসের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে এই সমন্বয় আনা হয়েছে। নতুন মূল্য তালিকা কার্যকর হবে বুধবার (৩ ডিসেম্বর) থেকে।
ঘোষিত নতুন দামে ১১.৬৬৪ গ্রাম ওজনের এক ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে—
২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা
২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা
১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা
বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলক সরকারি ৫% ভ্যাট এবং সংগঠন নির্ধারিত অন্তত ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য থাকতে পারে।
এর একদিন আগেই, ১ ডিসেম্বর, বাজুস সোনার দাম বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরিপ্রতি মূল্য ধরা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। অন্যান্য ক্যারেটে তখন দাম ছিল—২১ ক্যারেট ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা। সেটি কার্যকর হয় ২ ডিসেম্বর থেকে।
এ নিয়ে চলতি বছর সোনার দাম সমন্বয় করা হলো মোট ৮৩ বার—যার মধ্যে ৫৬ বার বেড়েছে এবং ২৭ বার কমেছে। গত বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬২ বার।
সোনা নিয়ে এমন ওঠানামা চললেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে রুপার ভরিপ্রতি মূল্য—
২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা
বিডি/এএন


































