পেল পাসপোর্ট তারেক রহমানের আদরের সেই পোষা বিড়ালও

পেল পাসপোর্ট তারেক রহমানের আদরের সেই পোষা বিড়ালও ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩২, ৩ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন—তবে সেই সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের স্থিতিশীলতার ওপর।

দলীয় সূত্রগুলোর মতে, তাঁর দেশে ফেরার প্রক্রিয়ার প্রায় সব প্রস্তুতিই এখন সম্পন্ন। এরই মধ্যে নেটিজেনদের আলোচনায় জায়গা করে নিয়েছে আরেকটি বিষয়—তারেক রহমান দেশে ফিরলে তাঁর প্রিয় পোষা বিড়ালটিকেও কি সঙ্গে আনবেন?

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দেশে ফেরার আনুষ্ঠানিক কাগজপত্রের সঙ্গে পোষা বিলাতি বিড়াল জিবুর জন্যও পাসপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। এতে ধারণা করা যাচ্ছে, তিনি পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর এই আদরের পোষ্যকেও সঙ্গে আনতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের বিড়ালের সঙ্গে বিভিন্ন সময় তোলা নানা ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক ব্যস্ত জীবনযাপনের মাঝেও প্রাণীটির প্রতি তাঁর স্নেহ এবং যত্ন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি জিবুর সঙ্গে কাটানো অনেক মুহূর্ত শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের কাছে বিড়ালটিকে বেশ পরিচিত করে তোলে।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জিবু এবং প্রাণীপ্রেম সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালসহ তাঁর ছবি ছড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি হাসিমুখে জানান, বিড়ালটি মূলত তাঁর মেয়ের হলেও সময়ের সঙ্গে পুরো পরিবারই তাকে আপন করে নিয়েছে।

ধর্মীয় ও মানবিক মূল্যবোধ উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব করেছেন, তাই অন্যান্য প্রাণী ও প্রকৃতির যত্ন নেওয়া মানুষেরই দায়িত্ব। তাঁর ভাষায়, প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়ে—তাই পরিবেশ ও প্রাণীকল্যাণে যত্নবান হওয়া অত্যন্ত জরুরি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement