সার সংকটে বকশীগঞ্জে কৃষকদের সড়ক অবরোধ

সার সংকটে বকশীগঞ্জে কৃষকদের সড়ক অবরোধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৫:৩৯, ৩ ডিসেম্বর ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চাহিদামতো সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বকশীগঞ্জ–রৌমারী সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন কয়েক শত কৃষক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় হঠাৎ এ অবরোধের কারণে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সকাল থেকেই বাজারে সার সংগ্রহের জন্য কৃষকেরা ভিড় করতে থাকেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও কোনো সার বিতরণ না হওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দেয়। ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকলে কৃষকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

কৃষকের অভিযোগ, মৌসুমের গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে, অথচ তারা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। স্থানীয় ডিলার রোমান মিয়ার দোকানে বারবার যাওয়ার পরও সার না পেয়ে তারা ক্ষোভে রাস্তায় নেমে আসেন।

অবরোধের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে কথা বলেন। তারা জাতীয় পরিচয়পত্র যাচাই করে প্রকৃত কৃষকদের হাতে সার তুলে দেওয়ার আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এলাকায় সারের কোনো প্রকৃত সংকট নেই। নিয়মিত বরাদ্দ দেওয়া হলেও অনেক কৃষক জমির প্রয়োজনের চেয়ে বেশি সার নিতে চান, এতে বিশৃঙ্খলা তৈরি হয়। তিনি জানান, জমির চাহিদা অনুযায়ী সার নিলে এমন পরিস্থিতি আর হবে না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement