বিয়ে করলেন ‘বড় ছেলে’ খ্যাত পরিচালক, পাত্রী কে?

বিয়ে করলেন ‘বড় ছেলে’ খ্যাত পরিচালক, পাত্রী কে? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪৭, ২ ডিসেম্বর ২০২৫

দীর্ঘদিন ধরে নিজেকে সরাসরি প্রকাশ্যে আনতেন না জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নতুন কোনো কাজ না আসায় তার ভক্তদের মধ্যে ছিল অধীর অপেক্ষা।

তবে আজ ২ ডিসেম্বর তিনি চমক দিয়ে ব্যক্তিগত সুখবর জানালেন—তিনি বিয়ে করেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সকলের কাছে দোয়া চেয়েছেন। তবে বিয়ের সঠিক তারিখ প্রকাশ করেননি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “যে মানুষ আপনার জীবনে ভালো কিছু চাইবে, সে-ই আসলেই আপনার জীবনে আসা সবচেয়ে মূল্যবান।“

কনের নাম তাহসিন তামান্না, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন। পরিচালক জানিয়েছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় সাত বছরের।

পরবর্তী ঈদুল ফিতরের পর তিনি আত্মীয়স্বজন, বন্ধু এবং সহকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement