চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি দলের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটনার জেরে পুলিশের চার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ক্লোজড হওয়া এসব সদস্যদের মধ্যে রয়েছেন একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং তিনজন কনস্টেবল, যারা চকবাজার থানায় টহলদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাটি ঘটে সোমবার, ১ ডিসেম্বর রাতে। তবে সংশ্লিষ্টদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি, জানান—ঝটিকা মিছিলের সময় চারজন টহলদার বিষয়টি ঊর্ধ্বতনদের জানাতে ব্যর্থ হন। পরে ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনা প্রকাশ্যে আসে এবং ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে শনিবার চট্টেশ্বরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা আকস্মিক মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। অথচ ঘটনার পর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম দাবি করেন, তার এলাকায় কোনো ধরনের এমন ঘটনা ঘটেনি।






























