গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

Published : ২১:৫২, ১১ আগস্ট ২০২৫
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (তারিখ) গাজা শহরের আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য নির্মিত একটি তাঁবুকে সরাসরি নিশানা করে ইসরায়েলি সেনারা হামলা চালায়। এতে তাদের পাঁচ সাংবাদিক নিহত হন। প্রথমে চারজনের মৃত্যুর কথা জানালেও পরে তা বেড়ে পাঁচজন হয়।
নিহতদের মধ্যে রয়েছেন প্রতিবেদক আনাস আল-শরীফ, মোহাম্মদ কুরেইকেহ এবং চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মুয়ামেন আলিওয়া। হামলায় মোট সাতজনের মৃত্যু হয়েছে।
হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে পোস্ট দিয়ে জানায়, তারা আল-শরীফকে লক্ষ্য করেই আক্রমণ চালায় এবং অভিযোগ করে যে তিনি হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান হিসেবে কাজ করছিলেন। তবে নিহত অন্য সাংবাদিকদের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। আইডিএফ দাবি করেছে, হামলার আগে বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে নজরদারি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে।
আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোয়াওয়াদ বিবিসিকে বলেন, আল-শরীফ একজন স্বীকৃত সাংবাদিক ছিলেন এবং গাজায় চলমান পরিস্থিতি বিশ্বকে জানানোর অন্যতম কণ্ঠস্বর। তিনি অভিযোগ করেন, এই হামলার লক্ষ্য গাজার ভেতর থেকে সংবাদ পরিবেশন বন্ধ করা।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের কাজের অনুমতি দেয়নি ইসরায়েল, ফলে স্থানীয় সাংবাদিকদের ওপর নির্ভর করছে বিশ্ব গণমাধ্যম। সিপিজে’র তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।