ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল কাতারের প্রধানমন্ত্রী

Published : ১৪:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৫
কাতারের রাজধানী দোহায় ইসরায়েল হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে একটি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংঘটিত এই হামলা পুরো বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। বেশ কয়েকটি দেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ কাতারের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে।
এই পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান বিন জসিম আল থানি। হামলার কয়েক ঘণ্টা পর তিনি এক ব্রিফিংয়ে বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন রোধে কাতারে চলমান কূটনৈতিক তৎপরতা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এটি দোহার কূটনীতিকে থামাতে পারবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, কাতারের কূটনীতি কখনও ইসরায়েলের মতো দেশের আচরণের ওপর নির্ভরশীল নয়। এটি কাতারের নিজস্ব নীতিমালার অংশ এবং আজকের হামলা তা ভেঙে দিতে পারবে না।
এদিকে গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব সম্প্রতি হামাসের কাছে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াসসহ হাইকমান্ডের সদস্যরা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই প্রস্তাব নিয়ে দোহার এক আবাসিক ভবনে আলোচনা করছিলেন। আলোচনার সময়ই ভবনটিকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান বাহিনী হামলা চালায়। হামাস জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের উচ্চপর্যায়ের কোনো নেতা নেই।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করেছে। সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন এবং নৈতিক মানদণ্ড উভয়ই লঙ্ঘন করেছে। মধ্যস্থতাকারী দেশে শান্তি আলোচনা চলাকালীন অকস্মাৎ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ গ্রহণযোগ্য নয়। তবে কাতার ভয় পায়নি এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে।
উল্লেখযোগ্য, ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের সুপারিশে কাতারে বসবাস করছেন হামাসের হাইকমান্ডের নেতারা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে কাতার তিনটি প্রধান মধ্যস্থতাকারী দেশের মধ্যে একটি, বাকি দুই দেশ যুক্তরাষ্ট্র ও মিশর। হামলার পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এটি নেতানিয়াহুর একক সিদ্ধান্তে সংঘটিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই।
BD/AN