নেপাল ইস্যুতে ভারত-নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা

Published : ১০:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৫
নেপালে চলমান অস্থির পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশসহ নেপালের সঙ্গে লাগোয়া বিভিন্ন সীমান্ত এলাকায় পুলিশ ও সেনা সদস্যদের উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গ সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
তার নির্দেশে ভারত-নেপাল সীমান্তে সীমা সুরক্ষা বাহিনীর কর্মকর্তা যোগেশ কুমার সিংহের সঙ্গে বৈঠক করেছেন উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব ও দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। সেখানে সীমান্ত টহল ও তল্লাশির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাশাপাশি তিনি দেশটিতে দ্রুত শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।
BD/AN