নারীকে হত্যার পর ঘরে গোসল সেরে রক্তমাখা পোশাক ফেলে পালাল খুনি

Published : ১৬:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৫
ভারতের হায়দ্রাবাদে এক নারীর নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। চুরি করার পর ওই নারীকে বেঁধে প্রেসার কুকার দিয়ে আঘাত করা হয়, এরপর ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। আরও ভয়াবহ বিষয় হলো—হত্যার পর ঘরে গোসল সেরে রক্তমাখা পোশাক ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ তথ্য জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহতের নাম রেণু আগরওয়াল (৫০)। তিনি তার স্বামী ও ছেলের সঙ্গে সাইবারাবাদের সোয়ান লেক অ্যাপার্টমেন্টের ১৩ তলায় বসবাস করতেন। তাদের স্টিল ব্যবসা রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রেণুর স্বামী ও ২৬ বছর বয়সি ছেলে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। তবে বিকেল ৫টার দিকে স্ত্রীর ফোন না ধরায় স্বামী দ্রুত বাড়ি ফিরে আসেন। এসময় দরজা বন্ধ পেয়ে প্লাম্বারের সহায়তায় বারান্দা দিয়ে ঢুকে দেখেন রেণু রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে আছেন। পরে পুলিশে খবর দেওয়া হয় এবং তদন্ত শুরু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা রেণুর হাত-পা বেঁধে প্রথমে প্রেসার কুকার দিয়ে আঘাত করে, পরে ছুরি ও কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যা করে। এরপর তারা বাসা থেকে প্রায় ৪০ গ্রাম সোনা ও ১ লাখ রুপি নিয়ে যায়। পালানোর আগে ঘরেই গোসল করে, নতুন পোশাক পরে, রক্তমাখা পোশাক ফেলে রেখে যায়।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কুকাটপল্লি থানায় হত্যা মামলা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ, ফরেনসিক আলামত ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দি সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
BD/AN