ফ্রান্সজুড়ে উত্তাল আন্দোলন: নতুন প্রধানমন্ত্রীর প্রথম দিনেই সড়কে আগুন

ফ্রান্সজুড়ে উত্তাল আন্দোলন: নতুন প্রধানমন্ত্রীর প্রথম দিনেই সড়কে আগুন ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্সে নতুন সরকারের প্রথম দিনেই রাজধানী প্যারিসসহ একাধিক শহর তীব্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ‘ব্লোকঁ তু’ (সবকিছু বন্ধ) নামের এই আন্দোলন।

দিনভর সড়ক অবরোধ, ব্যারিকেড তৈরি আর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পুলিশের টিয়ারশেল ছোড়ার পর তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষও হয়।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠতে থাকায় নাগরিকদের জরুরি প্রয়োজনে ছাড়া রাস্তায় না নামার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২০০–এর বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু সারা দেশের উত্তাল পরিস্থিতির মুখোমুখি হন।

এদিন প্যারিস, রেন, নঁতে, মঁপেলিয়ে ও মার্শেই শহরের সড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়, আগুন লাগানো হয় যানবাহনে। রেনে একটি বাসে আগুন ধরানো হয় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বাজেটে ব্যয় সংকোচন নীতি এবং সামাজিক সেবায় বৈষম্যের প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিদ্রোহ উস্কে দেওয়া।

প্রতিবেদনে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ৮০ হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ সমাজের ভেতরে জমে থাকা সামাজিক ও অর্থনৈতিক ক্ষোভ এই আন্দোলনের মাধ্যমে বিস্ফোরিত হয়েছে। এর প্রভাবে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক উত্তেজনা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement