সেনা হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচালেন নেপালের মন্ত্রীরা

সেনা হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচালেন নেপালের মন্ত্রীরা ছবি: ভিডিও থেকে নেওয়া

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:২৯, ১০ সেপ্টেম্বর ২০২৫

নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে চলমান সরকারবিরোধী সহিংস আন্দোলনের মধ্যে একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষুব্ধ জনতার হাতে মারধরের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও এমপির বাসভবনে হামলা চালায়। সে সময় বাসায় আটকে পড়া মন্ত্রী, শীর্ষ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সেনা হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

সবচেয়ে আলোচিত ভিডিওগুলোর একটিতে দেখা যায় প্রাণ বাঁচাতে মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সামরিক হেলিকপ্টারের ঝুলন্ত রশি আঁকড়ে ধরছেন।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে শুরু হলেও বিক্ষোভ মঙ্গলবার ভয়াবহ সহিংসতায় পরিণত হয়। রাজধানী কাঠমান্ডুতে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় বিক্ষোভকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। তীব্র সংকটের মধ্যে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করা হয়।

বুধবার সকাল থেকে রাজধানীর রাস্তায় সেনাদের টহল শুরু হয়। জনগণকে অযথা বাইরে না বের হওয়ার নির্দেশও দিয়েছে সেনাবাহিনী। এর আগে দেশজুড়ে ভয়াবহ সহিংসতা ও বিশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

জেন-জি প্রজন্মের নেতৃত্বে হাজারো মানুষ সরকারি কর্মকর্তাদের বাড়ি ও সংসদ ভবনে হামলা চালায়। তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথী সুব্বা গুরুঙ্গের বাড়িতে অগ্নিসংযোগ, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসায় ভাঙচুর হয়। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া করে পেটাচ্ছে বিক্ষোভকারীরা। আরেক ফুটেজে কাঠমান্ডুর নিজ বাড়িতে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ও তার স্বামী, সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস প্রধান শের বাহাদুর দেউবাকে মারধরের দৃশ্য ধরা পড়ে। সেখানে রক্তাক্ত দেউবাকে মাঠে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়। পরে সেনারা গিয়ে তাকে উদ্ধার করে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর হেলিকপ্টার রেসকিউ বাস্কেট ব্যবহার করে কয়েকজন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাকে তুলে রাজধানীর একটি হোটেলের ছাদে নামিয়ে দিচ্ছে। তখন পুরো এলাকাজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ঢেকে রাখে।

সূত্র: এনডিটিভি

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement