চলছেই হত্যাযজ্ঞ, গাজায় ৫০ ফিলিস্তিনি প্রাণ হারালেন

Published : ১২:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় প্রাণহানির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬,০৫৫ জনে।
বার্তাসংস্থা আনাদোলুর সোমবারের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় দুই বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে মোট ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ১,৬৮,৩৪৬ জন আহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল এবং জরুরি বিভাগের কাছে আরও ৫০ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া, একই সময়ে ১৮৪ জন আহত হয়েছে। তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছে দিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। এর ফলে ২৭ মে থেকে শুধুমাত্র ত্রাণ কার্যক্রমের সময় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৭১ জন, আহত হয়েছে অন্তত ১৮,৮১৭ জন।
এর আগে, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কার্যকলাপের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবু অবরুদ্ধ গাজায় হামলা থেমে নেই, এবং এ নিয়ে বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় বইছে।
বিডি/এএন