ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ২৬

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ২৬ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩১, ১ অক্টোবর ২০২৫

মধ্য ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে উঠেছে। এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা দাঁড়িয়েছে দেড় শতাধিক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

দেশটির কর্তৃপক্ষ ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। এতে দ্বীপটির বিভিন্ন সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু ভবন ধসে পড়েছে। সেবু শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে, তবে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঘটনা এখানে স্বাভাবিকভাবেই বেশি ঘটে।

সূত্র: ফ্রান্স-২৪, আল জাজিরা

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement