আদালত নির্দেশ দিলো চিকিৎসকের হাতের লেখা স্পষ্ট করতে

Published : ১৭:৫৯, ১ অক্টোবর ২০২৫
ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট চিকিৎসকদের হাতের লেখা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, পাঠযোগ্য মেডিকেল প্রেসক্রিপশন রোগীর মৌলিক অধিকার, এবং অস্পষ্ট লেখার কারণে রোগীরা ভুল ওষুধ গ্রহণ করে বিপদের মুখে পড়তে পারেন।
মামলার শুনানিতে বিচারকরা এক নারীর চিকিৎসা প্রতিবেদন পর্যালোচনা করেন। সেখানে দেখা যায়, চিকিৎসকের হাতের লেখা এতটাই দুর্বোধ্য যে একটিও শব্দ বা অক্ষর পরিষ্কারভাবে পড়া যায়নি। এই ঘটনা উদ্বেগজনক হওয়ায় আদালত নির্দেশ দেন, চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাতের লেখা উন্নত করার জন্য পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি করতে হবে।
সাথে আদালত নির্ধারণ করেছেন, আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালু করা হবে। ইতিমধ্যে, সকল চিকিৎসককে বড় অক্ষরে পরিষ্কারভাবে প্রেসক্রিপশন লেখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সভাপতি দিলীপ ভানুশালী জানান, বড় শহর ও নগরীতে অনেক চিকিৎসক ইতোমধ্যেই ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবহার করছেন। তবে গ্রামাঞ্চলে এখনও সমস্যার ঝুঁকি রয়ে গেছে। তিনি বলেন, রোগীর সংখ্যা বেশি থাকলেও সরকারি নির্দেশনা অনুযায়ী চিকিৎসকদের বড় অক্ষরে স্পষ্টভাবে প্রেসক্রিপশন লিখতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ রোগীর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি/এএন