গাজার গণহত্যা শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা নিয়ে হামাস এখনো পর্যবেক্ষণ ও আলোচনা চালাচ্ছে।
শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির এক কর্মকর্তা এএফপিকে জানান, তারা পরিকল্পনাটি বিস্তারিতভাবে অধ্যয়ন করছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময়ের প্রয়োজন।
হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প এই প্রস্তাব ঘোষণা করেন। পরিকল্পনায় উল্লেখ আছে হামাসকে নিরস্ত্রীকরণ করা, ৭২ ঘণ্টার মধ্যে বন্দীদের মুক্তি এবং ধীরে ধীরে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। এরপর ট্রাম্পের নেতৃত্বে একটি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন করা হবে।
পরিকল্পনা প্রাপ্তির পর হামাসকে তিন বা চার দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। তবে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল শুক্রবার একটি বিবৃতিতে বলেছেন, ‘পরিকল্পনায় কিছু উদ্বেগের বিষয় রয়েছে, আমরা শিগগিরই আমাদের অবস্থান প্রকাশ করব।’
এদিকে, আজও গাজা অঞ্চলে ইসরায়েলি সেনারা ভারী বিমানবোমা ও কামান থেকে গোলাবর্ষণ চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস জানিয়েছে, তারা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিকল্পনাটি যথাযথভাবে মূল্যায়ন করছে এবং সময় নিয়ে সিদ্ধান্ত নেবে।