চুক্তি না মানলে হামাসের ওপর “নরক” ধামাকা: ট্রাম্প

চুক্তি না মানলে হামাসের ওপর “নরক” ধামাকা: ট্রাম্প ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২২, ৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তার ঘোষিত ২০ দফা যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার জন্য আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

তিনি সতর্ক করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি হামাস চুক্তি মানে না, তাহলে তাদের ওপর “নরক নেমে আসবে”। একই সঙ্গে গাজার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানালেও, কোন স্থানে নিরাপদ থাকবে তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।

শুক্রবার (৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প এই হুমকি দেন। এর আগে গত সোমবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মিলিত হয়ে এই ২০ দফার প্রস্তাব ঘোষণা করেছিলেন।

প্রস্তাবের অন্যতম প্রধান শর্তে বলা হয়েছে, হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত জিম্মিকে মুক্তি দিতে হবে এবং সব অস্ত্র সমর্পণ করতে হবে।

ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ আল-দ্বীন হাদ্দাদ চুক্তি প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছেন। তবে কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতারা শর্তসাপেক্ষে চুক্তি বিবেচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ট্রাম্প নিজের পোস্টে বলেন, “বহু বছর ধরে হামাস মধ্যপ্রাচ্যে একটি নৃশংস হুমকি হয়ে রয়েছে। ৭ অক্টোবরের গণহত্যা ছিল এর চরম পরিণতি, যেখানে শিশু, নারী, বৃদ্ধসহ বহু তরুণ-তরুণীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সভ্যতার ওপর সেই হামলার প্রতিশোধ হিসেবে ইতোমধ্যেই ২৫ হাজারের বেশি হামাস ‘সৈন্য’ নিহত হয়েছে এবং বাকিরা অবরুদ্ধ।”

তিনি আরও যোগ করেন, “এখন শুধু আমার ‘হ্যাঁ’ বলার অপেক্ষা, আর মুহূর্তেই বাকি হামাস যোদ্ধাদের জীবন নিভে যাবে। নিরপরাধ ফিলিস্তিনিদের আমি অনুরোধ করছি, এই মৃত্যু উপত্যকা অবিলম্বে ত্যাগ করে গাজার নিরাপদ অঞ্চলে চলে যান।”

ট্রাম্প এই চুক্তিকে ‘শেষ সুযোগ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “সৌভাগ্যবশত হামাস একটি শেষ সুযোগ পেতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের শক্তিশালী ও ধনী দেশগুলো মিলিত হয়ে ইসরায়েলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় সমর্থ হয়েছে। এই চুক্তিতে হামাসের অবশিষ্ট যোদ্ধাদের জীবনও রক্ষা পাবে। আমরা যেকোনো মূল্যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করব।”

তিনি জোর দিয়ে বলেন, “এখনই জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিন। ওয়াশিংটন সময় রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে হামাসকে যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করতে হবে। যদি এই শেষ সুযোগের চুক্তি না হয়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন ভয়াবহ নরক নেমে আসবে যা আগে কেউ দেখেনি।”

সূত্র: আল জাজিরা

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement