থাইল্যান্ডে প্রথমবারের মতো মুসলিম নারী মন্ত্রী জুবাইদা থাইসেত

থাইল্যান্ডে প্রথমবারের মতো মুসলিম নারী মন্ত্রী জুবাইদা থাইসেত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:১৭, ৩ অক্টোবর ২০২৫

থাইল্যান্ডের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু: মুসলিম নারী জুবাইদা থাইসেতকে সংস্কৃতি মন্ত্রী নিযুক্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুলের নতুন মন্ত্রিসভায় বিশিষ্ট মুসলিম নারী রাজনীতিবিদ ও ব্যবসায়ী জুবাইদা থাইসেতকে সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটি দেশটির ইতিহাসে প্রথমবারের ঘটনা, যা ধর্মীয় সংখ্যালঘুদের এবং নারীদের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ বৃদ্ধির দিক নির্দেশ করছে।

জুবাইদা যুক্তরাজ্য ও থাইল্যান্ডের আসাম্পশন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে শিক্ষা লাভ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রকের উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। তার রাজনৈতিক পরিবার ও অভিজ্ঞতা দক্ষিণ থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত এলাকার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী হিসেবে তার দায়িত্ব হবে ঐতিহ্য ও শিল্পকলার সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সাংস্কৃতিক চাহিদা পূরণ। তার আন্তর্জাতিক ও স্থানীয় অভিজ্ঞতা ব্যবহার করে সাংস্কৃতিক বহুমুখিতা, ভাষাগত বৈচিত্র্য এবং আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয় ঘটানো সম্ভব হবে। এছাড়া সৃজনশীল শিল্প ও সাংস্কৃতিক অর্থনীতি প্রসারিত এবং পর্যটন খাত শক্তিশালী করার সম্ভাবনাও রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, জুবাইদার সফলতা ভবিষ্যতে নারীদের রাজনৈতিক ও প্রশাসনিক অংশগ্রহণ বাড়াবে এবং সমাজে নারীর ভূমিকা সম্পর্কে প্রচলিত ধারণা পরিবর্তনে সাহায্য করবে।

সূত্র: ইকনা

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement