খাগড়াছড়িতে সহিংসতার দায় উগ্রপন্থীদের: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

Published : ২০:৫০, ৩ অক্টোবর ২০২৫
খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়েছে নয়াদিল্লি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের পর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া জানায় দেশটি।
সেখানে এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের প্রসঙ্গ তুললে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে এবং সেই দায় বারবার অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য এখন সবচেয়ে জরুরি হলো আত্মসমালোচনা। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের হাতে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের মতো ঘটনাগুলোকে গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে খাগড়াছড়িতে। এর জেরে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় ২৯ সেপ্টেম্বর গুলিতে তিনজন নিহত হন এবং ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
এই ঘটনার পরদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি মহল ইন্ধন দিচ্ছে খাগড়াছড়িকে অস্থিতিশীল করার জন্য। তিনি তখন আরও অভিযোগ করেন, ভারত বা ফ্যাসিস্টদের প্ররোচনায় এ ঘটনা ঘটছে।
বিডি/এএন