গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো থেকে সাংবাদিকদের আটক করার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, ওই ফ্লোটিলায় ২০ জনের বেশি বিদেশি সাংবাদিক ছিলেন, যারা গাজার বর্তমান মানবিক পরিস্থিতি কাভার করার জন্য উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি নৌবাহিনী গাজা অভিমুখী রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীদের বহনকারী নৌকাগুলো আটকাতে শুরু করলে সাংবাদিকরাও তাদের সঙ্গে গ্রেপ্তার হন। মোট ৪৫০ জনের বেশি মানুষ বহনকারী এই জাহাজগুলোকে ইসরায়েলি নৌবাহিনী গাজার উপত্যকায় পৌঁছতে বাধা দিয়েছে।
আরএসএফ-এর ক্রাইসিস ডেস্কের প্রধান মার্টিন রক্স বলেন, “সাংবাদিকদের গ্রেপ্তার এবং তাদের কাজ করতে বাধা দেওয়া তথ্য প্রাপ্তি ও জনসাধারণের অবহিত হওয়ার অধিকারকে গুরুতরভাবে লঙ্ঘন করছে। এই মানবিক অভিযানের খবর প্রচারের জন্য উপস্থিত সংবাদকর্মীদের উপর এমন ব্যবস্থা সম্পূর্ণ অবৈধ।”
তিনি আরও বলেন, “আরএসএফ গভীর নিন্দা জানাচ্ছে এমন আচরণের জন্য, যা সাংবাদিকতার স্বাধীনতা ও মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ প্রচারণার স্বাভাবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে।”