সুখবর নিয়ে সোনার দাম

সুখবর নিয়ে সোনার দাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১৪, ২১ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। বুধবার (২০ অক্টোবর) ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর, মঙ্গলবার বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় সোনার দাম ২ শতাংশের বেশি কমে গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বিকেলে সোনার দাম ২.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৫৬ ডলার ১৯ সেন্টে নেমে আসে। এর আগে বুধবার এটি সর্বকালের সর্বোচ্চ ৪,৩৮১ ডলার ২১ সেন্টে পৌঁছেছিল। এছাড়া ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনা ফিউচারও ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৬৯ ডলার ৬০ সেন্টে লেনদেন হয়েছে।

উইজডমট্রির পণ্যবিশেষজ্ঞ নিতেশ শাহ বলেন, “সোনার দাম আরও বাড়তে পারে। তবে দাম বাড়ার গতিটি এখন অনেক দ্রুত। তাই নতুন উচ্চতা ছোঁয়ার পরপরই স্বাভাবিকভাবেই কিছুটা সংশোধন আসছে।”

বর্তমানে সোনার দাম বাড়ার পেছনে রয়েছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত সোনা ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশা। চলতি বছর সোনার দাম প্রায় ৬৩ শতাংশ বেড়েছে।

বাজারের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (CPI) তথ্যের দিকে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি ৩.১ শতাংশে পৌঁছাবে। এটি ফেডারেল রিজার্ভকে আগামী সপ্তাহে সুদের হার ০.২৫ শতাংশ কমানোর দিকে প্রভাবিত করতে পারে। সুদের হার কমলে সোনার মতো সুদবিহীন সম্পদের চাহিদা বৃদ্ধি পায়।

এশিয়ার শেয়ারবাজারে মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনা কমার সম্ভাবনা এবং জাপানে সানায়ে তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার খবরে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউানোভো বলেন, “অনেক বিনিয়োগকারী এখনও সোনার সাম্প্রতিক উত্থানে অংশ নেননি। তারা দাম সামান্য কমলে বিনিয়োগে প্রবেশ করতে চাইবেন, যা সোনার বড় পতন আটকাবে।”

অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন লক্ষ্য করা গেছে। রুপার দাম প্রায় ৪.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫০.৩১ ডলারে নেমেছে, প্লাটিনাম ৩.৪ শতাংশ কমে ১,৫৮৩.৩৮ ডলারে, এবং প্যালাডিয়াম ৪.৪ শতাংশ কমে ১,৪৩০.০৪ ডলারে পৌঁছেছে।

ট্রেডার ও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীন থেকে লন্ডনের স্পট মার্কেটে রুপার প্রবাহ বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে বড় মূল্যবান ধাতুর বাজারে তারল্য সংকট কিছুটা কমেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement