বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন কাঠামোয় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮০ হাজার টাকা। চলতি বছরের জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন ব্যবস্থা আগামী বছরের জুন পর্যন্ত বহাল থাকবে।
নারী ক্রিকেট বিভাগের নতুন পরিচালক আব্দুর রাজ্জাক দায়িত্ব নেওয়ার পর থেকেই নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বিসিবি বোর্ড সভায় বিষয়টি আনুষ্ঠানিক অনুমোদন পায়।
নতুন কাঠামোতে নারী ক্রিকেটারদের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’।
‘এ’ ক্যাটাগরি: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা। এরা প্রত্যেকে মাসে পাবেন ১ লাখ ৬০ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরি: ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি পাবেন মাসে ১ লাখ ৩৫ হাজার টাকা করে।
‘সি’ ক্যাটাগরি: স্বর্ণা আক্তার পাবেন ৯৫ হাজার টাকা।
‘ডি’ ক্যাটাগরি: সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা ও নিশিতা আক্তার নিশি পাবেন প্রত্যেকে ৮০ হাজার টাকা করে।
পূর্বে ‘এ’ ক্যাটাগরিতে বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা, যা ৪০ হাজার বাড়ানো হয়েছে। একইভাবে ‘বি’ ক্যাটাগরিতে বেড়েছে ৩৫ হাজার, ‘সি’ তে ২৫ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরিতে ২০ হাজার টাকা।
এ ছাড়া যারা জাতীয় চুক্তির বাইরে থেকে দলে সুযোগ পাবেন, তারাও মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন। অধিনায়ক অতিরিক্ত ৩০ হাজার ও সহ-অধিনায়ক ২০ হাজার টাকা করে অতিরিক্ত পাবেন।
বিসিবি আশা করছে, এই বেতন বৃদ্ধি নারী ক্রিকেটারদের মনোবল বাড়াবে, তাদের পেশাদারিত্ব ও মাঠের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে।
































