পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে নিহত ৬

পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে নিহত ৬ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৮, ৮ নভেম্বর ২০২৫

বুলগেরিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী শহর বুরগাসের কাছে ঘটেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যেখানে পুলিশের ধাওয়ার সময় একটি ভ্যান উল্টে ছয়জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতদের পাশাপাশি গাড়িচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

পুলিশ জানায়, রোমানিয়ার নম্বরপ্লেটযুক্ত একটি ভ্যান থামানোর নির্দেশ দেওয়া হলে চালক সেটি অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। বারবার সিগন্যাল উপেক্ষা করে তিনি ধাওয়া থেকে বাঁচতে চেষ্টারত ছিলেন। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী রাস্তায় স্পাইক স্ট্রিপ বিছিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। কিন্তু চালক সেটি পাশ কাটিয়ে যেতে গেলে নিয়ন্ত্রণ হারান, ফলে ভ্যানটি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলেই ছয়জন অভিবাসীর মৃত্যু হয় এবং বাকিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, গাড়িটিতে মোট নয়জন অবৈধ অভিবাসী ছিলেন, যাদের সবাই আফগানিস্তানের নাগরিক হতে পারেন বলে মনে করা হচ্ছে। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এই দুর্ঘটনা আবারও ইউরোপের সীমান্ত অঞ্চলে বেআইনি অভিবাসন এবং মানবপাচারের ভয়াবহ ঝুঁকির বাস্তব চিত্র সামনে নিয়ে এসেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement