চীনের লিয়াওনিং প্রদেশে নাচের ক্লাসে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। নাচ শেখানোর সময় হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান এক নৃত্যশিক্ষিকা।
কিন্তু আশ্চর্যের বিষয়—ঘটনাটিকে অনেকে দুর্ঘটনা হিসেবে নয়, বরং নাচের বিশেষ কোনো ভঙ্গি ভেবে ভুল বুঝেছিলেন তাঁর ছাত্রীদের বেশিরভাগই। ফলে শিক্ষিকা পড়ে যেতেই তাঁরাও একইভাবে মাটিতে লুটিয়ে পড়েন।
ইনস্টাগ্রামের ‘mothershipsg’ অ্যাকাউন্টে ভিডিওটি প্রথম ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পুরো শ্রেণিকক্ষে নৃত্যচর্চা চলছে, শিক্ষিকা ছাত্রীদের গতি-ভঙ্গি দেখিয়ে দিচ্ছেন।
কিছুক্ষণের মধ্যেই তাঁর শরীরে মাথা ঘোরার লক্ষণ দেখা দেয় এবং হঠাৎ করেই তিনি মেঝেতে পড়ে যান। কিন্তু কেউই অনুমান করতে পারেনি যে এটি কোনো শারীরিক সমস্যা—বরং সবাই ধরে নিয়েছিল এটি নাচের অনুশীলনের অংশ, তাই তাঁরা একই ধরনের ভঙ্গিতে নিচে নেমে পড়েন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যাওয়ায় শিক্ষিকা অজ্ঞান হয়ে পড়েছিলেন। সৌভাগ্যক্রমে তিনি বেশিক্ষণ অচেতন ছিলেন না এবং কিছুক্ষণ পর সুস্থ হয়ে ওঠেন। এতে কোনো গুরুতর শারীরিক ক্ষতি হয়নি বলেও জানা গেছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন যে এখন অন্ধভাবে অনুকরণ করা যেন স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে—এমন পরিস্থিতিতেও কেউ শিক্ষিকার বিপদ বুঝতে পারেনি।
পুরো ঘটনাটি মনে করিয়ে দেয়, অনুকরণ ভিত্তিক প্রশিক্ষণে সামান্য অসাবধানতাও কত সহজে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সতর্কতা ও সচেতনতার প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ।



































