মোদিকে ‘ভালো মানুষ’ বলে প্রশংসা ট্রাম্পের, ভারতের ওপর শুল্কের হুমকি

মোদিকে ‘ভালো মানুষ’ বলে প্রশংসা ট্রাম্পের, ভারতের ওপর শুল্কের হুমকি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৫, ৫ জানুয়ারি ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৪ জানুয়ারি) ভারতের প্রতি নতুন করে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ বা উল্লেখযোগ্যভাবে কমানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করলে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হতে পারে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রুশ তেল কেনা নিয়ে যদি ভারত সহযোগিতামূলক অবস্থান না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র খুব দ্রুত ভারতের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তার ভাষায়, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ না হলে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ আসতে পারে।

তবে একই বক্তব্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেন। ট্রাম্প বলেন, মোদি একজন ভালো মানুষ এবং তিনি বুঝতে পেরেছিলেন যে আমি এই বিষয়ে সন্তুষ্ট নই। সে কারণেই তারা আমাকে খুশি করার চেষ্টা করেছে। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক সময়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ আগের তুলনায় কমিয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যেই ভারত এই পদক্ষেপ নিয়েছে।

কেন এই হুঁশিয়ারি
ওয়াশিংটনে ভারতের রুশ তেল আমদানিকে কেন্দ্র করে চাপ ক্রমেই বাড়ছে। যদিও ভারত বারবার বলে আসছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিভিন্ন দেশ থেকে তেল কেনা ছাড়া তাদের উপায় নেই। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে কথা হয়। সেই আলোচনায় শুল্ক ইস্যুতে উত্তেজনা থাকা সত্ত্বেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তারা। তবে চলতি বছর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় সেই আলোচনা কিছুটা জটিল হয়ে পড়ে।

এরই মধ্যে ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের মোদি-সংক্রান্ত প্রশংসামূলক বক্তব্য তুলে ধরেছে। সেখানে ট্রাম্প বলেন, ভারত বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি, এটি একটি অসাধারণ দেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। একই সঙ্গে তিনি মোদিকে যুক্তরাষ্ট্রের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।

তেলের রাজনীতি
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর বিশ্ব রাজনীতিতে আবারও তেলের ভূরাজনৈতিক গুরুত্ব সামনে এসেছে। ওপেকের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার প্রমাণিত তেল মজুত ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি, যা বিশ্বে মোট তেল মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও বিনিয়োগের ঘাটতির কারণে দেশটির তেল উৎপাদন নেমে এসেছে দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেলে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement