ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি সতর্ক করে বলেছেন, রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী ‘সঠিকভাবে’ কাজ না করেন, তাহলে তাকে ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।
মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক–কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার নতুন অন্তর্বতী নেতৃত্বের প্রতিটি পদক্ষেপ ওয়াশিংটনের কড়া নজরদারির মধ্যে থাকবে।
সুপ্রিম কোর্ট ও সেনাবাহিনীর সমর্থন নিয়ে রোববার রাতেই আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডেলসি রদ্রিগেজ। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি আগ্রহী এবং সম্পর্ক স্বাভাবিক করতে চান।
তবে এই ঘোষণার পরও ট্রাম্প তার হুঁশিয়ারি থেকে সরে আসেননি। তিনি বলেন, “যদি তিনি সঠিক পথে না চলেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে—সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।”
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সেনারা মধ্যরাতে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এই অভিযানের বিরুদ্ধে চীন, রাশিয়াসহ একাধিক দেশ কড়া নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
তবে আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও অভিযানের যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, মাদুরোর শাসনামল ছিল ভেনেজুয়েলার জন্য ‘সবচেয়ে বাজে’ সময়। তার ভাষ্য অনুযায়ী, দেশটিকে সেই পরিস্থিতি থেকে বের করে আনতেই যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে।


































