চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে প্রাণ গেল ২২ জনের

চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে প্রাণ গেল ২২ জনের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৯, ১৪ জানুয়ারি ২০২৬

থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে বুধবার সকালে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

নির্মাণকাজ চলমান একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত একটি ট্রেনের ওপর আছড়ে পড়লে এই ভয়াবহ ঘটনা ঘটে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলে অবস্থিত নাখোন রাতচাসিমা প্রদেশে দুর্ঘটনাটি সংঘটিত হয় বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা যায়, ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের নাখোন রাতচাসিমার শিখিও জেলার দিকে যাত্রা শুরু করা ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

যাত্রাপথে একটি উচ্চগতির রেল প্রকল্পের অংশ হিসেবে নির্মাণাধীন একটি বিশাল ক্রেন আচমকা ভেঙে ট্রেনের ওপর পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন ধরে যায়। তবে পুলিশ ও উদ্ধারকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে এবং সেখান থেকে মরদেহ উদ্ধার অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১৯৫ জন যাত্রী ও রেলকর্মী উপস্থিত ছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং দুর্ঘটনার জন্য দায়ীদের শনাক্তে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement