ইরান পরিস্থিতি নিয়ে সতর্ক রাশিয়া, বিজ্ঞানী সরানোর ইঙ্গিত

ইরান পরিস্থিতি নিয়ে সতর্ক রাশিয়া, বিজ্ঞানী সরানোর ইঙ্গিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১৮, ২৯ জানুয়ারি ২০২৬

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কা জোরালো হওয়ায় সেখানে কর্মরত নিজেদের বিজ্ঞানীদের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে রাশিয়া।

প্রয়োজন দেখা দিলে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করা রুশ বিজ্ঞানীদের দ্রুত প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে মস্কো।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশনের প্রধান আলেক্সি লিখাচেভ বলেন, পরিস্থিতি যদি আরও অবনতি ঘটে, তাহলে বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে রুশ নাগরিকদের সরিয়ে আনার জন্য রাশিয়া পুরোপুরি প্রস্তুত। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

লিখাচেভ জানান, ইরানের সামগ্রিক পরিস্থিতির ওপর তারা সার্বক্ষণিক নজর রাখছেন। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

গত বছরের জুন মাসে ১২ দিনব্যাপী সংঘাতে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটলেও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তখন লক্ষ্যবস্তু হয়নি। এই কেন্দ্রটি ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছিলেন, বর্তমানে সেখানে কয়েকশ রুশ বিশেষজ্ঞ কর্মরত আছেন। পাশাপাশি ওই এলাকায় নতুন আরও কয়েকটি পারমাণবিক ইউনিট নির্মাণেও রাশিয়া যুক্ত রয়েছে।

আলেক্সি লিখাচেভ সতর্ক করে বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেকোনো ধরনের হামলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, যা ১৯৮৬ সালের ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনার মতো মারাত্মক পরিণতি সৃষ্টি করতে পারে।

এদিকে ইরানের অভ্যন্তরীণ দমন-পীড়নের অভিযোগ তুলে দেশটিতে হামলার হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে, যা সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, একটি বিশাল মার্কিন নৌবহর দ্রুতগতিতে ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং তা স্বল্প সময়ের মধ্যেই নিজেদের মিশন সম্পন্ন করতে সক্ষম।

তবে যুক্তরাষ্ট্রের এই হুমকি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান কোনো ধরনের চাপ বা আল্টিমেটামের কাছে নত হবে না এবং তাদের সামরিক বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

তবে একই সঙ্গে তিনি বলেন, হুমকি বা জবরদস্তি ছাড়া আলোচনার মাধ্যমে ন্যায্য কোনো চুক্তিতে পৌঁছাতে তেহরানের কোনো আপত্তি নেই।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement