যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানকে দ্রুত সময়ের মধ্যে তাদের সঙ্গে পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত চুক্তিতে আসতে হবে, অন্যথায় সামরিক হামলা চালানো হবে।
ট্রাম্পের শর্ত অনুযায়ী, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা নির্দিষ্ট করতে হবে। এর বেশি কোনো মিসাইল উৎপাদন করা যাবে না এবং ইউরেনিয়াম মজুদিকরণ শূন্যে নামাতে হবে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই শর্ত নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। তবে ইরান এই দাবিগুলো মানবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যু ও মিসাইল নিয়ন্ত্রণ সংক্রান্ত গ্যাপ বড়, এবং মার্কিনিরা যে শর্ত দিয়েছে, ইরান সেটির কাছাকাছি পৌঁছায়নি।
সঙ্কেত আছে যে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি শক্তিশালী করছে, ফলে হামলার সম্ভাবনা বেড়ে গেছে। অন্যদিকে, ইরান জানিয়েছে তারা সম্মানের সঙ্গে আলোচনা করতে চায়, তবে প্রয়োজন হলে লড়াইয়ের জন্যও প্রস্তুত।
































