টেংরাটিলা ঘটনায় ৪২ মিলিয়ন ডলার পেল বাংলাদেশ
Published : ২১:১০, ২৯ জানুয়ারি ২০২৬
সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দায়ী কানাডাভিত্তিক কোম্পানি নাইকো রিসোর্সকে উল্লেখযোগ্য অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে।
দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সালিশি আদালত ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট’ (ইকসিড) ট্রাইব্যুনাল এ সংক্রান্ত ঐতিহাসিক রায় ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইকসিডের দেওয়া রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান।
তিনি জানান, টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ঘটে যাওয়া বিস্ফোরণের জন্য দায় নির্ধারণ করে আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানার আদেশ দিয়েছে।
বিডি/এএন































