এবার ওয়েব সিরিজে তটিনী

এবার ওয়েব সিরিজে তটিনী

বিনোদন ডেস্ক:

Published : ১৩:৪০, ২৮ জুলাই ২০২৪

মিষ্টি হাসি দিয়ে দর্শকের হৃদয় কেড়েছেন তরুণ মডেল ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার নিপুণ অভিনয় দিয়ে পেয়েছেন তারকা খ্যাতি। তাইতো সাফল্য নামের সোনার হরিণের দেখা পেতে তেমন সময় লাগেনি এই অভিনেত্রীর।

তটিনী বর্তমানে নাটকপাড়ায় চাহিদাসম্পন্ন অভিনেত্রী। এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। তটিনী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্মাতা সানী সানোয়ারের একটি ওয়ের সিরিজে যুক্ত হয়েছেন তটিনী। তবে সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে কিছু জানাননি অভিনেত্রী।

তটিনী বলেন, ‘নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটোই ভালো। ভাবলাম কাজটি করা উচিত।’

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ওয়েব সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ৫-১৫ আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে। তবে শুনতে পাচ্ছি দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং না-ও শুরু হতে পারে। কিছুদিন পেছাতে পারে।’

এর আগেও ওটিটি মাধ্যমে দেখা গেছে তটিনীকে। অ্যানথোলজি সিনেমা ‘এই মুহূর্তে’র ‘কল্পনা’ পর্বে অভিনয় করেছিলেন তিনি। এবারের কাজটি ওটিটি মাধ্যম বিঞ্জ থেকে আসবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement