নোবেলের সাবেক স্ত্রী সালসাবিলের অভিনয়ে অভিষেক

Published : ১৬:৪৭, ১৭ অক্টোবর ২০২৫
গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ এবার অভিনয়ে পা রেখেছেন। তিনি ছোট পর্দায় অভিষেক করছেন ‘টানাপোড়ন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সালসাবিল।
নাটকটি পরিচালনা করছেন বাপ্পি খান। এটি মূলত একটি পারিবারিক গল্পভিত্তিক নাটক, যেখানে ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং জীবনের নানা টানাপোড়নের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
সালসাবিল বলেন, এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করছি। চরিত্রটি আমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে এবং এটি নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।
ইতিমধ্যে নাটকের শুটিং শুরু হয়েছে, এবং গতকাল তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে তাকে বিমর্ষ এক চরিত্রে দেখা গেছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।
অভিনয়ে তার এই অভিষেক ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন, তার নতুন যাত্রার জন্য উৎসাহ জুগিয়েছে।
বিডি/এএন