১১ দিন টানা খোলা থাকার পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের গেট
Published : ১৩:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫
কাপ্তাই বাঁধে বর্তমানে পানির মজুদ স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, উজান থেকে নামা পানির প্রবাহ কমে যাওয়ায় কাপ্তাই হ্রদের পানির স্তরও আর তেমন বাড়ছে না। এরই মধ্যে জলকপাট খোলা থাকায় উজানের নিম্নাঞ্চলের প্লাবিত এলাকার পানি নেমে গেছে। তাই পরিস্থিতি বিবেচনায় সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কাপ্তাই হ্রদের ধারণক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদের পানির স্তর রয়েছে ১০৮.২২ এমএসএল-এ। জলকপাট বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়মিতভাবে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।
মাহমুদ হাসান বলেন, ‘যদি আবারও উজান থেকে হঠাৎ পানির প্রবাহ বেড়ে যায়, তখন পরিস্থিতি অনুযায়ী জলকপাট পুনরায় খুলে দেওয়া হবে।’
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় গত ৮ সেপ্টেম্বর তৃতীয় দফায় বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছিল।
BD/AN































