মাত্র ২৫ বছরেই থেমে যাওয়া কিংবদন্তির জন্মদিন আজ

মাত্র ২৫ বছরেই থেমে যাওয়া কিংবদন্তির জন্মদিন আজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার। নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্ম নিয়েছিলেন তিনি। যদি জীবিত থাকতেন, তবে আজ তার বয়স দাঁড়াতো ৫৪ বছরে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সেই নিভে যায় তার জীবনের প্রদীপ। স্বল্প সময়ের জন্যে চলচ্চিত্রে আসলেও রাতারাতি হয়ে ওঠেন বাংলা সিনে? প্রতিদিন নতুন খবর পড়ুন এক ক্লিকে!

? দেশ-বিদেশের সর্বশেষ খবর, ভাইরাল আপডেট আর গুরুত্বপূর্ণ সব তথ্য পাচ্ছেন এক জায়গায়।

 

? এখনই Join করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে:

? https://t.me/+5kf0V_3J5MI4MjQ1

 

✅ দ্রুত আপডেট

✅ ভরসাযোগ্য সোর্স

✅ বিনোদন + রাজনীতি + টেক + ভাইরাল সব একসাথে

 

আজই যুক্ত হোন, মিস করবেন না কোনো ব্রেকিং নিউজ! ?

মার স্টাইল আইকন। তার উপস্থিতি এতটাই আলোকিত ছিল যে প্রায় তিন দশক পরও সেই আলো আজও ঝলমল করছে, বরং সময়ের সঙ্গে তার জনপ্রিয়তা যেন আরও বিস্তৃত হয়েছে।

অনেকে বলেন, হয়তো অল্প সময়ের জন্য আসার কারণেই তিনি এতটা উজ্জ্বল হতে পেরেছিলেন। তাই তার মৃত্যুর দীর্ঘ বছর পরও সালমান শাহ এখনও ভক্তদের হৃদয়ে অম্লান হয়ে রয়েছেন।

সালমান শাহ ছিলেন নব্বইয়ের দশকের তরুণ প্রজন্মের কাছে এক অনন্য নায়ক। শুধু দর্শকরাই নয়, তার সহশিল্পীরাও তাকে অনুপ্রেরণা ও রোল মডেল হিসেবে গণ্য করতেন। তার অভিনয়ের দক্ষতা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না, আর ফ্যাশন ও স্টাইলের ক্ষেত্রে তিনি ছিলেন সময়ের চেয়ে অনেকটা এগিয়ে।

অনেকের মতে, তিনি যেন বিনোদন জগতের এক ‘টাইম ট্রাভেলার’। কারণ তিন দশক আগেই তার শুরু করা সাজসজ্জার ধারা আজকের নায়কদের মধ্যেও স্পষ্টভাবে দেখা যায়।

এই দিনে ভক্তরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন সালমান শাহকে, জন্মদিনে জানাচ্ছেন অগণিত শুভেচ্ছা। বাংলা চলচ্চিত্রের এই অমর নায়ক প্রায় তিন দশক ধরে না থাকলেও তার অনুপস্থিতি আজও ভক্তদের হৃদয়ে জ্বালিয়ে যাচ্ছে শূন্যতার আগুন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement