হ্যান্ডশেক বিতর্ক ঠেকাতে পাকিস্তান দলকে নতুন নির্দেশনা

Published : ১১:৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের গ্রুপপর্বে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাতে অস্বীকৃতি জানায়। ঘটনাটি নিয়ে ক্রিকেট মহলে কম সমালোচনা হয়নি, দেখা দেয় নানা বিতর্ক।
আসন্ন সুপার ফোর পর্বে আবারও মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে এবার করমর্দন বিতর্ক যাতে না হয়, সে জন্য নতুন পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসি থেকে পাকিস্তান ক্রিকেট দলকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সুপার ফোরের ম্যাচে যেন পাক ক্রিকেটাররা ভারতের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনে না যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিষয়টি মেনে নিয়েছে। ফলে রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের খেলোয়াড়দের করমর্দন করতে দেখা যাবে না।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির একটি বৈঠক হয়। ওই বৈঠকের পর নাকভি পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা ও প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে বসেন। সেখানেই খেলোয়াড়দের হ্যান্ডশেক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
এর আগে গ্রুপপর্বে ভারত ও পাকিস্তান একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিল। সেই ম্যাচে দুর্দান্ত খেলে ভারত সহজ জয় পেয়েছিল। পাকিস্তান টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়। ভারতের স্পিন বোলাররা তখন অসাধারণ পারফরম্যান্স উপহার দেন। কুলদীপ যাদব একাই শিকার করেন ৩ উইকেট, অক্ষর প্যাটেল নেন ২টি এবং বরুণ চক্রবর্তী নেন ১টি উইকেট।
পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ঝোড়ো ইনিংস খেলেন—মাত্র ১৩ বলে করেন ৩১ রান। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব দায়িত্বশীল ইনিংস খেলে অপরাজিত ৪৭ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ভারত ম্যাচটি জিতে নেয় হাতে রেখেই আরও ২৫ বল।
BD/AN