ঠাকুরগাঁওয়ে ফিল্মি স্টাইলে দুই মাদক ব্যবসায়ী আটক ৭০০ পিস ইয়াবা জব্দ

ঠাকুরগাঁওয়ে ফিল্মি স্টাইলে দুই মাদক ব্যবসায়ী আটক  ৭০০ পিস ইয়াবা জব্দ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

৩০ কিলোমিটার দূর হতে মোটর সাইকেলে করে ইয়াবা টেবলেট নিয়ে শহরে ঢোকার সময় পুলিশের গোয়েন্দা জালে আটক হয়ে এখন পুলিশের হেয়াজতে  রফিকুল ইসলাম (৩২) ও হাসিবুল ইসলাম(৩৫)  নামে দুই মাদক ব্যবসায়ী। পুলিশ  ফিল্মি কায়দায়  ৭০০ পিস ইয়াবা সহ ওই ২ মাদ;ক ব্যবসায়ীকে আটক করেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে পৌর শহরের অপরাজেয় '৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রফিকুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গী থেকে ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ের দিকে রওনা হয়েছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় রফিকুলের গতিবিধি পর্যবেক্ষণ করে বিভিন্ন স্থানে অবস্থান নেন ডিবি সদস্যরা।

চালাকির আশ্রয় নিয়ে রফিকুল ইসলাম মূল সড়ক এড়িয়ে ঠাকুরগাঁও শহরের কলেজ রোড দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে অপরাজেয় ‘৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্কের সামনে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মুখোমুখি অবস্থান হলে, উভয় পক্ষের সদস্যরাই গাড়ি থেকে পড়ে যান।

তবুও পুলিশের কৌশলী পদক্ষেপে শেষ পর্যন্ত রফিকুল ইসলাম(৩২)  ও তার এক সহযোগী পালাতে ব্যর্থ হন এবং সেখানেই তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭শ পিস  ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, রফিকুল ইসলাম(৩২) ঠাকুরগাঁও পৌর শহরের হাজিপাড়া মহল্লার লুৎফর রহমানের ছেলে  এবং হাসিবুল ইসলাম(৩৫) বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এসআই শাহরিয়ার সরকার বলেন, রফিকুল ইসলাম একজন পরিচিত মাদক ব্যবসায়ী। আমরা আগেই নিশ্চিত হই যে, তিনি বালিয়াডাঙ্গী থেকে ইয়াবা নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছেন। সেই অনুযায়ী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসাই। পরবর্তীতে গোপন সূত্রে জানতে পারি, তিনি কলেজ রোড হয়ে শহরে ঢুকছেন। দ্রুত সেখানে পৌঁছে আমরা মোটর সাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হই।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement