১১৬ বিলিয়ন ডলারের অর্থায়ন না মিললে এনডিসি ৩.০ বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে : পরিবেশ উপদেষ্টা

১১৬ বিলিয়ন ডলারের অর্থায়ন না মিললে এনডিসি ৩.০ বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে : পরিবেশ উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রণীত জাতীয় পরিকল্পনা এনডিসি ৩.০-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে মোট ৮৪.৯২ মিলিয়ন টন কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে এই বিশাল লক্ষ্য অর্জনে প্রয়োজন ১১৬ বিলিয়ন মার্কিন ডলার, এমন তথ্য জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘তৃতীয় জাতীয় সিদ্ধান্তমূলক পরিকল্পনা (এনডিসি ৩.০) যাচাই কর্মশালা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

রিজওয়ানা হাসান জানান, প্রয়োজনীয় অর্থায়নের মধ্যে ২৫.৯৫ বিলিয়ন ডলার শর্তহীন বিনিয়োগ হিসেবে ধরা হয়েছে, আর ৯০.২৩ বিলিয়ন ডলার শর্তসাপেক্ষ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ অর্থ বিনিয়োগের মাধ্যমে ২৬.৭ মিলিয়ন টন শর্তহীন এবং ৫৮.২ মিলিয়ন টন শর্তসাপেক্ষভাবে কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষ্যে, এনডিসি ৩.০ শুধু কার্বন নিঃসরণ হ্রাসের কৌশল নয়, বরং এটি একটি ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার। এ লক্ষ্যে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জলবায়ু-অভিবাসীদের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

যুবসমাজের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরে উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য শক্তি উদ্যোগ, সবুজ উদ্যোক্তা গড়ে তোলা, গবেষণা এবং সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে হবে। তাহলেই আগামী প্রজন্মের জন্য একটি জলবায়ু-সহনশীল বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে।

এ ছাড়া তিনি আরও বলেন, স্বাস্থ্য, পানি-স্যানিটেশন, শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতকে পরিবেশবান্ধব করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থায় জলবায়ু শিক্ষা ও সবুজ দক্ষতা যুক্ত করা জরুরি। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের প্রক্রিয়ায় শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, আর সঞ্চালনায় ছিলেন যুগ্ম সচিব ধরিত্রী কুমার সরকার।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় দেশি-বিদেশি সরকারি ও বেসরকারি সংস্থা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement