সারাদেশে দুর্গাপূজার মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা

Published : ১৫:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৫
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে মণ্ডপ পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পাহারায় ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এর আগে পূজা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকরা সতর্ক দৃষ্টি রাখবেন বলে পূজা কমিটি জানিয়েছে।
এ সময় আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচনের সময়ে ছোটখাটো কিছু ঘটনা ঘটে থাকে, এবার যেন সেগুলোও না ঘটে, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।
একইসঙ্গে তিনি আরও জানান, মিয়ানমার থেকে মাদক প্রবেশ এবং দেশ থেকে সার পাচারের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ীরা আগের তুলনায় অনেক বেশি ধরা পড়ছে।
BD/AN