চট্টগ্রামে সিমেন্ট পাচারে কোস্টগার্ডের অভিযান, আটক ২৪

চট্টগ্রামে সিমেন্ট পাচারে কোস্টগার্ডের অভিযান, আটক ২৪ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:১১, ১ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড একটি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ সিমেন্ট পাচারের সময় ২৪ জনকে আটক করেছে।

এই সময় পাচার কাজে ব্যবহৃত দুটি বোট ও মোট ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে জানান, সোমবার রাত ১টার দিকে চট্টগ্রাম কোস্টগার্ড বেইসের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কার্গো বোট থেকে ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তরের প্রক্রিয়ায় পাচারকারীরা ধরা পড়ে। জব্দকৃত সিমেন্টের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা।

সিয়াম-উল-হক আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আটক ব্যক্তিরা, জব্দকৃত সিমেন্ট ও বোট সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement