চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৮, ১ অক্টোবর ২০২৫

গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

রাজনৈতিক প্রতিশ্রুতি বা রাজনৈতিক সরকারের উপস্থিতি ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।”

মঙ্গলবার রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, “আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে দেড় থেকে দুই টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ এতে যুক্ত হয়েছে। যেসব মানুষ আগে এর সঙ্গে জড়িত ছিল না, তারাও এখন যুক্ত হচ্ছে। এমনকি অনেক ব্যবসায়ী সংগঠনের সদস্যও চাঁদাবাজির সঙ্গে জড়িত।”

তিনি আরো বলেন, “চাঁদাবাজির কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তবে এটি নিয়ন্ত্রণ করা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। আর অন্তর্বর্তী সরকারও ‘একে ধরো, ওকে ধরো’ ধরনের কোনো নীতিতে চলছে না।”

মূল্যস্ফীতি ও পাচার হওয়া অর্থ

অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নামতে পারে।

এ ছাড়া, দেশ থেকে পাচার হওয়া অর্থ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যে ফেরত আসতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। কারণ যারা অর্থ পাচার করে তারা খুবই কৌশলী। বিষয়টি জটিল, তবে কিছু অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই কিছু অর্থ ফেরার সম্ভাবনা রয়েছে। বাকি অংশ ফেরাতে প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, “এ ধরনের প্রক্রিয়া কোনো সরকারের পক্ষেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এটি আন্তর্জাতিক প্রক্রিয়া, বাঁধাধরা নিয়ম অনুযায়ী চলতে হয়। বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা তথ্য সংগ্রহ করছে। কিছু বিদেশি অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে।” তবে পাচার হওয়া অর্থের সঠিক পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, “এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতে পারবেন।”

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে আগামী ডিসেম্বরেই চালু হবে।

তিনি বলেন, “আমরা নভেম্বরে চালুর জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে, ডিসেম্বরে চালু করবে। ইতোমধ্যে কেন্দ্রের জ্বালানি এসে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কিছু সুপারিশ দিয়েছে, সেগুলো বাস্তবায়নের কাজ চলছে।” তবে তিনি জানান, এখনো বিদ্যুতের প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়নি।

ব্যক্তিগত মন্তব্য

আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। এখনো তারা আমার রুম রেখে দিয়েছে, গাড়িও ফেরত নেয়নি। মাঝেমধ্যে ড্রাইভার ফোন করে বলে, ‘স্যার, গাড়ি আনব?’ এটা আমার জন্য অনেক স্বস্তির বিষয়।”

তিনি আরও বলেন, “আমি সব জায়গায় সততার সঙ্গে কাজ করেছি। বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো থেকে শুরু করে গভর্নর পর্যন্ত তিনটি সরকারের সময় দায়িত্ব পালন করেছি।”

খাদ্য নিরাপত্তাহীনতা

দেশে খাদ্য নিরাপত্তাহীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এখনো ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। শিশু ও মায়েদের মধ্যে পুষ্টিহীনতার সমস্যাও রয়ে গেছে।”

তিনি জানান, “নিউট্রিশনের ঘাটতি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলেদের জন্য চাল বরাদ্দ দেওয়া হচ্ছে, বিশেষ ট্রাকে কম দামে পণ্য সরবরাহ করা হচ্ছে। তবুও আমাদের খাদ্যাভ্যাস এখনো সুষম নয়। চালের ওপর নির্ভরতা বেশি, আমিষ গ্রহণ কম। অনেক পরিবার এখনো ডিমের মতো সহজলভ্য আমিষ কিনতে পারছে না।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement