আইন উপদেষ্টা : আওয়ামী লীগের নিষিদ্ধতা বহাল থাকবে

আইন উপদেষ্টা : আওয়ামী লীগের নিষিদ্ধতা বহাল থাকবে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪২, ১ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তাঁর বক্তব্য অনুযায়ী, “সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চাওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।” মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বরিশালের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করছেন। অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলেও সরকার সব সময় সতর্ক ছিল। পাশাপাশি, পাহাড়ি এলাকায় অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি আরও বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন, তা ছিল কেবল তাত্ত্বিক আলাপ। তাঁর ভাষায়, “আগামী নির্বাচনের আগে তো নয়ই, নিকট ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement