বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল

বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৪, ১ অক্টোবর ২০২৫

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচনায় থাকা প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল শেষ পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালনা পর্ষদেরই একজন প্রার্থী।

আজ বুধবার সকাল ১০টার দিকে মিরপুরে উপস্থিত হয়েছিলেন তামিম ইকবাল। তখন থেকেই জোর গুঞ্জন চলছিল—তিনি প্রার্থিতা প্রত্যাহার করতেই এসেছেন। শেষমেশ সেই গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজ মুখে প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তামিম। এর আগে অবশ্য তিনি বেশ কিছুদিন ধরেই আসন্ন নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলছিলেন।

বিসিবি নির্বাচনের পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত। দুপুর ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা। ইতোমধ্যেই শোনা যাচ্ছে, তামিম ছাড়াও আরও কয়েকজন প্রার্থী শেষ মুহূর্তে সরে দাঁড়াতে পারেন।

এদিন শুধু তামিম নন, হেভিওয়েট প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির বহুল আলোচিত নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন নিজ নিজ অঞ্চলের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এ ক্যাটাগরিতে মোট কাউন্সিলর সংখ্যা ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।

সবশেষে নির্বাচিত ২৫ জন পরিচালক তাদের ভোটে নির্বাচন করবেন বিসিবির সভাপতি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement