বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

Published : ১১:৩৬, ২২ অক্টোবর ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবারও বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
এর আগে গত ৩১ আগস্ট নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ড. ইউনূস। এবারও আলোচনায় নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক অগ্রগতির বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিডি/এএন