রিশাদের দারুণ পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে সুখবর

Published : ১৭:০৩, ২২ অক্টোবর ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে আছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
ব্যাট-বল দুই বিভাগে অসাধারণ পারফরম্যান্স করে তিনি জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ের সেরা উন্নয়ন পাওয়া খেলোয়াড়দের তালিকায়।
সাম্প্রতিক আপডেট অনুযায়ী, রিশাদ বোলিং র্যাঙ্কিংয়ে এক লাফে ৬৫ ধাপ ও অলরাউন্ডার তালিকায় ৮৭ ধাপ এগিয়েছেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রগতি।
মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রিশাদ ব্যাট হাতে ঝড় তোলেন—মাত্র ১৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
এরপর বল হাতেও ছিলেন সমান কার্যকর; ১০ ওভারে মাত্র ৪২ রান খরচ করে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ওয়ানডেতেও তার জাদু ছড়িয়েছিল—৩৫ রানে ৬ উইকেট তুলে নিয়ে নিজের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার গড়েন এই তরুণ স্পিনার।
এই ধারাবাহিক সাফল্যের ফলে রিশাদ এখন ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের ৬৮তম স্থানে, যার রেটিং পয়েন্ট ৪৩০—এটাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও তিনি ১৫১ পয়েন্ট নিয়ে ৩৭তম অবস্থানে উঠে এসেছেন।
বাংলাদেশ দলের অন্য সদস্যদের মধ্যেও দেখা গেছে উন্নতির ছাপ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে এখন ১৮তম, আর অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে।
নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম স্থানে এবং তানভীর ইসলাম রয়েছেন ৯৬তম অবস্থানে। তবে পেসারদের পারফরম্যান্স কিছুটা হতাশাজনক—তাসকিন আহমেদ ৪ ধাপ নেমে ৩৮তম, শরিফুল ইসলাম ৩ ধাপ নেমে ৬১তম এবং তানজিম হাসান সাকিব ৬ ধাপ পিছিয়ে ৭৩তম স্থানে গেছেন।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। তাওহীদ হৃদয় এগিয়েছেন ৭ ধাপ, এখন তিনি ৩৫তম স্থানে। মিরাজ ২ ধাপ এগিয়ে ৬৩তম, সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে। তবে জাকের আলি ও ইনজুরিতে থাকা লিটন দাসের অবস্থান কিছুটা নিচে নেমেছে—ক্রমশ ৭৮তম ও ৯১তম স্থানে।
বর্তমানে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের শুভমান গিল, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও ভারতের রোহিত শর্মা। বোলিংয়ে শীর্ষ তিনে আছেন রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানা। অলরাউন্ডারদের তালিকায় সেরা তিনে আছেন আজমতউল্লাহ ওমরজাই, সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি।
রিশাদের এই দুর্দান্ত উত্থান শুধু ব্যক্তিগত অর্জন নয়—এটা বাংলাদেশের ক্রিকেটের জন্যও এক উজ্জ্বল বার্তা। আইসিসি র্যাঙ্কিংয়ে তার এই ‘বড় লাফ’ যেন নতুন তারকার আগমনের ইঙ্গিত দিচ্ছে।
বিডি/এএন